বানৌজা শহীদ মোয়াজ্জম





লাইব্রেরি সফটওয়্যার ব্যবহার সম্পর্কীয় তথ্যাবলী

হেল্প ডেস্ক: ২৪০৭, ০১৭৬৯৭৭২৪০৭

১ । এই সফটয়্যারটির মাধ্যমে লাইব্রেরির সদস্য হওয়া,পুস্তক তালিকাকরণ, পুস্তকের চাহিদা প্রেরন, পুস্তক ইস্যু ও ফেরত প্রদান বিলম্বিত দিনের জরিমানাসহ আন্যান্য তথ্যাবলী যে কোন স্থান হতে লাইব্রেরির সফটয়্যার এ Log in এর মাধ্যম জানা যাবে । সফটয়্যারটির ব্যবহার করণীয় নিন্মরূপ :


ক । সদস্য হওয়ার যোগ্যতা : বানৌজা শহীদ মোয়াজ্জম প্রশিক্ষণ ঘাঁটিতে বদলী আসা সকল সামরিক/অসামরিক নৌ সদস্যগণ লাইব্রেরির সদস্য হতে পারবেন ।


খ । সদস্য Form পূরন : সদস্য হওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি ,ই-মেইল আইডি ,জাতীয় পরিচয় পত্র নম্বর,ব্যক্তিগত মোবাইল নম্বর ইত্যাদি তথ্য প্রদান পূর্বক সদস্য Form পূরন এবং সদস্য ফি ২০ (বিশ) টাকা প্রদান করতে হবে । সদস্য ফি প্রাপ্তির পর একটি মেম্বার আইডি নম্বর প্রদান করা হবে । যা পুস্তক ইস্যু করার ক্ষেত্রে প্রয়োজন হবে ।


গ। Request প্রেরণ : Online এ Book Request করতে পারবেন এবং একই পুস্তকের বিপরীতে একাধিক চাহিদাকারী আসলে ক্রমানুসারে (প্রথম চাহিদাকারী প্রথমেই পাবেন ) পুস্তক ইস্যু করা হবে । উল্লেখ্য, একজন পাঠকের নামে সবে¦র্চ্চ ০৫(পাঁচ) টি পুস্তক ইস্যু করা হবে এবং একটি পুস্তক ১৪ (চোদ্দ) দিন পযর্ন্ত রাখা যাবে । ১৪ (চোদ্দ) দিন অতিক্রান্ত হবার পর প্রতিটি পুস্তকের ক্ষেত্রে প্রতিদিনের জন্য বিলম্ব ফি ১ (এক) টাকা এবং পুস্তক হারিয়ে গেলে প্রকৃত মূল্যের ৫ (পাঁচ) গুন্ পযর্ন্ত জরিমানা হবে ।


ঘ । সকল কার্যদিবসে সকাল ০৮০০ টা হতে ১৪৩০ ঘটিকা পযন্ত পুস্তক ইস্যু করা হবে।


২ । এই সফটয়্যারটির মাধ্যমে অধিকতর সেবা প্রদানের লক্ষ্যে উপরোক্ত নিয়মাবলী পালন সকল নৌ সদস্যর সহযোগিতা একান্তভাবে কাম্য ।


আদেশক্রমে

বানৌজা শহীদ মোয়াজ্জম লাইব্রেরি

কর্তৃপক্ষ